টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রিলস ভিডিও বানানোর প্রবণতা এক কিশোরের জীবনে নেমে আনল মর্মান্তিক পরিণতি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কান্দারা রেল স্টেশনে ট্রেনের উপরে উঠে রিলস ভিডিও করার সময় উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী ওভারহেড তারের সংস্পর্শে মৃত্যু হয় ১৪ বছরের জিসান শেখের।
জানা গেছে, জিসান কেতুগ্রামের খাঁজি গ্রামের বাসিন্দা। সোমবার সকালে দুই বন্ধুর সঙ্গে স্টেশনে গল্প করতে গিয়েছিল সে। হঠাৎ রিলস ভিডিও বানানোর ইচ্ছায় ট্রেনের কামরার ছাদে উঠে পড়ে। বন্ধুরা নিষেধ করলেও তাদের কথা না শুনে ভিডিও করার চেষ্টা চালায় জিসান। সেই সময় ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনাকে কেন্দ্র করে কান্দারা স্টেশনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে। রেল পুলিশ জানিয়েছে, এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার জন্য অভিভাবক এবং তরুণদের আরও সচেতন হতে হবে। এই ঘটনা রিলসের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ঝুঁকিপূর্ণ ব্যবহারের ওপর নতুন করে প্রশ্ন তুলছে।
