জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ জেলা ও জেলার বাইরের আটটি দল নিয়ে একদিনের কবাডি প্রতিযোগিতা আয়োজিত হল মন্তেশ্বরের সোনাডাঙ্গায় সুবন্ধন উৎসব প্রাঙ্গনে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সুবন্ধন উৎসব প্রাঙ্গণে আয়োজিত এক দিবসীয় কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আকবরনগর তরুণ সংঘ কাবাডি একাদশ। ফাইনাল খেলায় তারা সোনাডাঙ্গা তিন ভাই জমিদার সংঘকে পরাজিত করে। গ্রাম বাংলার ছেলেদের খেলা মুখি করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, আইসি বিপ্লব কুমার পতি।
Tags burdwan district west bengal
Check Also
মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও মায়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে …
Social