তৃণমূলের নির্বাচনী প্রচারে সিভিক? পর্দাফাঁস করলেন শুভেন্দু

Prabir Mondal
2 Min Read

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ উপনির্বাচনে তৃণমূলের প্রচারে সিভিক ভলান্টিয়রদের ব্যবহার নিয়ে এবার সামাজিক মাধ্যমে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রকাশ্য মঞ্চ থেকেও তিনি একই অভিযোগ তোলেন। এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপিও। যদিও, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে পাল্টা বিরোধী দলনেতাকেই তোপ দেগেছে তৃণমূল।


রাজ্যে সিভিক ভলান্টিয়রদের ব্যবহার নিয়ে বারেবারেই প্রশ্নের মুখে পড়েছে এ রাজ্যের সরকার। সিভিক ভলান্টিয়র নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বারবার আদালতও উদ্বেগ প্রকাশ করেছে। এবার নির্বাচনী প্রচারেও সিভিক ভলান্টিয়রকে ব্যবহারের অভিযোগ উঠল। অভিযোগ,আসন্ন তালডাংরা বিধানসভার অন্তর্গত ইন্দপুরে এক সিভিক ভলান্টিয়রকে তৃণমূলের প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে। এক্স হ্যান্ডেলে ভিম মণ্ডল নামের এক সিভিকের একাধিক ছবি দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ওই সিভিক তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার করেছেন। সামাজিক মাধ্যমে শুভেন্দু অধিকারীর এই পোস্ট মূহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

শনিবার বাঁকুড়ার তালডাংরা থানার বিবড়দা বাস স্ট্যান্ডে নির্বাচনী সভা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ওই সিভিক ভলান্টিয়রকে দিয়ে গ্রামের মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদন জানানো হচ্ছিল। বাঁকুড়া জেলা বিজেপির পক্ষে বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে রিপোর্ট পেশের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিককে নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।”

এদিকে শুভেন্দু অধিকারীর এই পোস্টের অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা তাঁকেই একহাত নিয়েছে তৃণমূল। তাদের দাবি, শুভেন্দু অধিকারী যে ছবিগুলি দিয়েছেন তাতে ওই সিভিক কর্মীর পোশাক দেখেই বোঝা যাচ্ছে তিনি কর্তব্যরত অবস্থায় নেই। তৃণমূল কর্মীরা গ্রামে প্রচারে গিয়েছিলেন। সেখানে তৃণমূল কর্মীরা ওই সিভিক কর্মীর পরিবারকে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদন জানাচ্ছিলেন। সেই ছবিই পোস্ট করে মিথ্যা অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *