জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ সোনা চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শওকত আলী শেখ, হুগলির পান্ডুয়া এলাকার বাসিন্দা বর্তমানে কয়েক বছর ধরে মন্তেশ্বরের কুসুমগ্রামে লেবুতলা এলাকায় বসবাস করছেন তিনি। মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে, শওকত আলী বিগত কয়েকবছর ধরেই মুম্বাইয়ের একটি সোনা-রুপোর দোকানে কর্মী হিসাবে কাজ করতেন অভিযোগ মাস ৬-৭ আগে সেই সোনার দোকান থেকে ৫০০ গ্রাম সোনা চুরি যায়। দোকান মালিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ঘটনায় শওকত-কে চিহ্নিত করে স্থানীয় বাড়িবালি থানা এলাকায় অভিযোগ দায়ের করেন। বিভিন্ন সূত্র খবর পেয়ে এবং পুলিশি তদন্তের পর শনিবার সন্ধ্যায় মন্তেশ্বর থানার পুলিশের সহযোগিতায় মুম্বাই পুলিশ শওকত আলী শেখ-কে গ্রেফতার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে। রবিবার ধৃতকে কালনা আদালতে পাঠায় পুলিশ এবং সেখান থেকে তাকে মুম্বাই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে। পুলিশ জানায় চুরির ঘটনা স্বীকার করেছে সে। এর সঙ্গে কারা জড়িত আছে তাও তদন্ত করছে পুলিশ।
