টুডে নিউজ সার্ভিসঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবরাজ রায়। জানা যাচ্ছে কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। মাসখানেক আগে একবার দেবরাজ রায়ের সেরিব্রাল অ্যাটাক হয়। আগামীকাল নিমতলা ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। পাশাপাশি দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠকও ছিলেন দেবরাজ রায়।
সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। এরপর তিনি নজর কাড়েন মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ এ। ১৯৭১ সালে মুক্তি পায় সেই ছবি। বিনোদন জগতের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন তিনি। এরপর তিনি পরবর্তীকালে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহ সহ একাধিক দিকপাল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। কেবল অভিনয় নয়, তিনি দূরদর্শনে সংবাদ পাঠকের কাজও করেছেন।
