টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সন্দেশখালির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবং অতিসত্বর শেখ শাহজাহানের গ্রেফতার করার দাবি নিয়ে পথে নামলো বিজেপি। রবিবার দুপুরে বর্ধমানে বিজেপির জেলা কার্যালয় ঘোড়দৌড়চোটি থেকে বড় নীলপুর মোড় হয়ে আবার জেলা কার্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপির উদ্বাস্তু সেল। বর্ধমান সদর জেলা বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার নবকুমার জোয়ারদার জানান, সন্দেশখালির মানুষের উপর তৃণমূল সরকার ও শেখ শাহজাহানের মানুষজন অত্যাচার করছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল। আজ এই প্রতিবাদ মিছিলকে সামনে রেখে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। আজ তার রূপরেখা তৈরি করলাম এই মিছিল থেকে।
Tags burdwan district Politics west bengal
Check Also
সৃজনী প্রেক্ষাগৃহে আর্ট ওয়ার্কশপ
টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ‘ছবি আঁকার মানুষ ওগো পথিক চিরকেলে, চলছ তুমি আশেপাশে দৃষ্টির জাল …
Social