টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শহর বর্ধমানে উপস্থিত হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো। এখন ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট হলেই নামিদামি খেলোয়াড়দের আনাগোনা লেগে থাকছে শহর বর্ধমানে। কে কাকে টেক্কা দেবে সেই নিয়ে চলছে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট গুলি।ইতিমধ্যেই রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টে বর্ধমান এসেছেন একের পর এক ক্রিকেট তারকা। এ বছরও রাজনন্দিনী কাপে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এসেছিলেন। তারই মধ্যে রিয়েল বুল ফুটবল অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে রবিবার রিয়েল বুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শহর বর্ধমানে এগ্রিকালচার ফার্ম এলাকায় উপস্থিত হন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো। ফুটবল প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মত ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো বলেন, ‘প্রিয় ফুটবলারকে দেখার জন্য মাঠে ফুটবলপ্রেমী মানুষদের ভিড় থাকবেই। মানুষ আমাকে দেখে খুশি হন এটাই আমার ভালো লাগে।’
Tags burdwan district west bengal
Check Also
চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …
Social