টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ বীরভূমের মুরারই ২নং ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩নং বুথে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিংয়ের। অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জওয়ানের বাড়ি উত্তরাখন্ড। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
Tags district Politics west bengal
Check Also
জেলবন্দিদের উৎসবের স্বাদ দিতে নয়া পরিকল্পনা জেল কর্তৃপক্ষের
টুডে নিউজ সার্ভিসঃ দেবীপক্ষ শুরু হয়েছে এবং মহালয়া থেকেই পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় একপ্রকার জমতে …
Social