Breaking News

বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণিজন সংবর্ধনা

টুডে নিউজ সার্ভিসঃ কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে শনিবার ‘পল্লিকবি ও আদালত’ শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেই সাথে ‘বর্ধমান সহযোদ্ধা’ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদানও চলে। পূর্ব বর্ধমান জেলার কুমুদ সাহিত্য মেলা কমিটির পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় , রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবি মাসুদ করীম প্রমুখ। এছাড়াও ছিলেন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক, জেলা ও দায়রা বিচারক, কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিকও।

এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে ‘পল্লিকবি ও আদালত’ স্মরণিকা উপস্থাপনা। কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। কবিতা পাঠে ছিলেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ। এদিন আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সুপরিচিত ‘বর্ধমান সহযোদ্ধা’র সংগঠনের তরফে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত-কে ‘পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান’ জানানো হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল,সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার জানান, পল্লিকবির ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।”

About Prabir Mondal

Check Also

তারাপীঠে পুজোর নিয়মে বড়সড় পরিবর্তন, প্রবেশেও কড়াকড়ি

টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ এবার বড়সড় পরিবর্তন আনা হল তারাপীঠ মন্দিরের নিয়মকানুনে। বীরভূমের তারাপীঠে মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *