টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যিপুর পঞ্চায়েতের তালা গ্রামে গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে একটি পাকা ড্রেনসহ রাস্তার অনুমোদন পায়। ৩ লক্ষ ৪১ হাজার ২৩০ টাকা ব্যয়, পাকা ড্রেন সহ রাস্তার ফলকও বসে গ্রামে। কিন্তু, বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পরও আজও হলো না সেই রাস্তা।
বর্ষাকালে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে, রোগী নিয়ে যেতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়েন তারা, গ্রামবাসীরা এখনও আশায় দিন গুনছে পাকা রাস্তা হবে।
তবে কালনা-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক মজাহিদ আলি জানান, আজকেই তলব করবেন পঞ্চায়েত প্রধানকে এবং জানতে চাইবেন কেন এই কাজটি আটকে রয়েছে, দ্রুত কাজটি শেষ করারও নির্দেশ।
