টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দরজার তালা ভেঙে এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে। পরিবারের দাবি খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভাতারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভিজিৎ যশ (৭২) ও ছবিরানী যশ (৬৫) তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। মাত্র দুজনেই ঐ বাড়িতে থাকতেন।
পরিবারের লোকজনেরা জানান, গত শনিবার থেকে ওদেরকে ফোনে পাওয়া যায়নি। তারপর থেকে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। মঙ্গলবার সকালে ছবিরানীর ছোট বোনের এক নাতি ওই বাড়িতে বৃদ্ধ দম্পতির খোঁজ নিতে এসে দেখেন বাড়ির বাইরে তালা বন্ধ। তাঁর সন্দেহ হওয়ায় এরপর তিনি ভাতার থানার পুলিশের সাথে যোগাযোগ করে। পুলিশ এসে ঘরের তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে পড়ে আছেন অভিজিৎ যশ এবং রান্নাঘরে পড়ে আছেন ছবিরানী যশ। বাড়ির আলমারি ভাঙা এবং পুরো ঘর লণ্ডভণ্ড অবস্থায়। পরিবারের লোকজনের দাবি তাদেরকে খুন করা হয়েছে। এমনকি খুন ও লুটপাট করার পর দরজায় দুষ্কৃতীরা নতুন তালা লাগিয়ে দিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার সায়ক দাস। নিয়ে আসা হয় পুলিশ কুকুর।
Social