টুডে নিউজ সার্ভিসঃ বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘ ১৩ বছর। সাংবাদিক হওয়ার ইচ্ছা থাকলেও ভাগ্য তাঁকে অভিনয় জগতে নিয়ে আসে। “গানের ওপারে” সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি।
প্রসঙ্গত চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বাসবদত্তার রয়েছে বেশ কিছু শর্ত। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন,”ছোট পোশাক পরা বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে নারাজ। হাঁটুর উপরে পোশাক পরতে তার সমস্যা না থাকলেও চুম্বন দৃশ্যতে তার রয়েছে বিস্তর আপত্তি।
আমার নিজের কিছু নীতি আছে সেটা থেকে সরতে পারব না। এত কিছুর পরও তো ভালো কাজ করছি।তবে এক দু’মিনিটের দৃশ্যের জন্য এত ভালো কাজ হাতছাড়া হয়ে গেল তখন খুব আক্ষেপও হয়।” কিন্তু অভিনেত্রীর কথায় “ওই জায়গায় আত্মত্যাগ করতে পারব না।”
Social