দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

Burdwan Today
1 Min Read

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাঙালির দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজের তকমা পেয়েছে গতবছর। আর সেই পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ধন্যবাদজ্ঞাপন শোভাযাত্রার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে দুর্গাপুজোর প্রায় একমাস আগে থাকতেই ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার গোটা রাজ্যের সমস্ত জেলায় জেলায় শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন বর্ধমান শহরের বড়নীলপুর মোড় থেকে টাউন হল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলালেন জেলার সমস্ত আধিকারিকদের সঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পুজো উদ্যোক্তারাও। 

এদিনের শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হাজির করা হয় পুরুলিয়ার ছৌ-নৃত্য, মহিলা ঢাকি, রণপা আদিবাসী নৃত্য। পাশাপাশি শোভাযাত্রাকে চমকপদ করতে নানা রঙের পোশাকে মহিলারা শোভাযাত্রায় সামিল হন। এমনকি ব্যবহার করা হয়েছে রঙ্গিন ছাতাও।

 উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক প্রিয়াংকা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, পুরপতি পরেশ সরকার সহ একাধিক বিধায়কও এদিন এই পদযাত্রায় সামিল হন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *