টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য দিবালোকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বেশ কয়েকটি গাছ বিনা অনুমতিতে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। যা নিয়ে শনিবার পোস্টার পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও এদিন ওই স্বাস্থ্য কেন্দ্রের অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিলাদিত্য রাউত এদিন সেখানে আসেননি। খবর পেয়ে ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক চন্দন মজুমদার ওই স্বাস্থ্যকেন্দ্রে সরেজমিন পরিদর্শনে আসেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারা শুধু বেআইনিভাবে গাছ কাটা নয়, ওই স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়েও বিভিন্ন অভিযোগ তুলেছেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন তাঁরা।
সংবাদমাধ্যমের সামনে গোটা ঘটনার স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিএমএইচ চন্দন মজুমদার। যে অর্জুন গাছটি ঘিরে মূল বিতর্ক তার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজারের অধিক যা মাত্র ৭ হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছিল। ঘটনা স্বীকার করে নিয়ে বিএমএইচও আরও জানিয়েছেন আমাকে লিখিত আকারে দিলেই গোটা ঘটনা খতিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
Social