গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ মাঘী পূর্ণিমা উপলক্ষে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলীর জামালপুরের বুড়োরাজ মন্দিরে উপচে পড়া ভক্তবৃন্দদের ভিড়। শনিবার সকাল থেকে বেলা যতো বেড়েছে ভক্তবৃন্দদের ভিড় ততই লক্ষ্য করা গেছে জামালপুরের বুড়োরাজ মন্দির চত্বরে। আর মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথি উপলক্ষে পূর্ব বর্ধমান, নদিয়া হুগলী সহ বিভিন্ন জেলার ভক্তবৃন্দরা আসেন মন্দিরে। পাশাপাশি পূর্বস্থলী থানা পুলিশ প্রশাসনের নজরদারিও ছিল চোখে পড়ার মতো। একই সাথে অন্যান্য বারের মতন ভক্তবৃন্দদের বলি দেওয়ার জন্য অস্ত্রের বাড়বাড়ন্ত ছিল অনেক কম। সব মিলিয়ে বলা যায় মাঘী পূর্ণিমা উপলক্ষে জমে উঠলো জামালপুরের বাবা বুড়োরাজ মন্দির প্রাঙ্গন।
