মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের কার্যালয়ের সামনে। জাতীয় পতাকা উত্তোলন করেন ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেস কার্যকরী সভাপতি তাপস মুখার্জি উপস্থিত ছিলেন শেখ নাজিম উদ্দিন, বোলপুর বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি শেখ রিয়াজুল, ইলামবাজার ব্লক যুব সভাপতি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।
এদিন মহাত্মা গান্ধীর আদর্শ এবং নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাপস মুখার্জি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি তারা পালন করেন।