Breaking News

আর্থিক প্রতারণা চক্রের হদিস, মন্তেশ্বর থেকে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আর্থিক প্রতারণা অভিযোগে মন্তেশ্বর থানার পুলিশের হাতে গ্রেফতার ৩। জানা যায়, সরকারি কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন চাষীর নামে অজান্তে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করত অভিযুক্তরা বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃতরা হলেন সঞ্জয় ঘোষ, শ্রীকান্ত ঘোষ ও মঙ্গলময় ঘোষ সকলেই মন্তেশ্বর থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে কিছু ব্যক্তির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের বই, ৩৮টি এটিএম কার্ড , ল্যাপটপ ও নগদ পঞ্চাশ হাজার টাকা ও একটি মোটরবাইক  উদ্ধার হয়েছে। 

থানা সূত্রে জানা গেছে, গলসির একটি রাইস মিলের ম্যানেজার ক্যাশিয়ার পদে রয়েছেন ধৃত মন্তেশ্বরের সঞ্জয় ও শ্রীকান্ত।  তাদের সঙ্গে যোগ হয় মঙ্গলময়-এর। তারা একত্রে মিলে মন্তেশ্বরের সাহাপুর , আসানপুর এলাকার বহু মানুষের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করে  ব্যাংকে অ্যাকাউন্ট খুলে  অবৈধভাবে সেই অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করতে থাকে। এমনি সাহাপুর  গ্রামের সুদীপ দাস নামে একজনের মোবাইলে মেসেজ আসে ১০ হাজার টাকা ঢুকেছে। সেই মেসেজে মাধ্যমে গতকাল সুদীপ দাস ব্যাংক থেকে সেই টাকা তুলে নেয়। সুদীপবাবু আরও জানতে পারেন তার অ্যাকাউন্টের মাধ্যমে বহু টাকা লেনদেন হয়েছে অথচ তিনি জিরো ব্যালেন্সের বই খুলেছেন। সুদীপ বাবু ব্যাংকে টাকা তোলার পর ধৃত ব্যক্তিরা তার ওই টাকা চাইতে যায়। সুদীপবাবু তার অ্যাকাউন্টের  লাখ লাখ টাকার লেনদেনের খবর জানতে পেরে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায়। 

সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পুলিশ আসল রহস্যের সন্ধান পায়। শুধু সুদীপ বাবু নয়, এলাকার আরও বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তারা। পুলিশ জানায়, শুক্রবার সকালে শ্রীকান্ত সঞ্জয় ও মঙ্গলময় যখন একটি বাইকে করে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে সময় কুসুমগ্রামের  বাজার এলাকার কাছে তাদেরকে মন্তেশ্বর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠিয়েছে পুলিশ।

তদন্তের স্বার্থে মন্তেশ্বর থানার পুলিশ রাইস মিলের ম্যানেজার ধৃত  সঞ্জয় ঘোষের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন।

About Burdwan Today

Check Also

প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *