জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বৃহস্পতিবার এক টোটো চালককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সাবির শেখ, মেমারি থানার মহিষপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ওই টোটো চালক সাতগেছিয়া থেকে টোটোয় যাত্রী নিয়ে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বিপরীতদিক থেকে আসা এক সাইকেল আরোহীর সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে। সাইকেল আরোহী গুরুতর আহত হন। ওই এলাকায় মন্তেশ্বর থানার পুলিশের টহলদারি গাড়ি থাকায় পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষজন ওই সাইকেল আরোহীকে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন।
ওই সাইকেল আরোহী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাইকেল আরোহীর পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টোটো চালককে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত টোটো চালককে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
Social