Breaking News

কার্তিক লড়াই ঘিরে সেজে উঠেছে কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ বাংলার লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই। এই কার্তিক লড়াই দেখতে বহু মানুষ ভিড় জমায় কাটোয়া শহরে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বিভিন্ন ক্লাবে থিমের পুজো অনুষ্ঠিত হয়। কাটোয়ার ঝংকার ক্লাবের পুজো মন্ডপের থিম হলো অমৃতসরের স্বর্ণমন্দির। বৃহস্পতিবার কাটোয়ার ঝংকার ক্লাবের কার্তিক পুজোর উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদ্বীপ। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পি ওয়ান খেড়ে,কাটোয়ার এসডিপিও কৌশিক বোষাক সহ অন্যান্যরা। এরপর কাটোয়ার পানুহাট ইয়ংস্টাফ ক্লাবের কার্তিক পুজো মন্ডপের উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী,দক্ষিণবঙ্গের এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল,বাংলাদলের ভলিবল প্রশিক্ষক সুদীপ্ত কুমার, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, মাঝিগ্ৰাম হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ অন্যান্যরা।

ইয়ংস্টাফ ক্লাবের পুজো মন্ডপের থিম হলো দিল্লির লালকেল্লা। এইবার পুজো ৫৮ বছরে পড়লো। ইয়ংস্টাফ ক্লাবের পুজো উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে অতিথিদেরকে ফুলের তোড়া না দিয়ে চারা গাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। গাছ গ্ৰুফের পক্ষ থেকে ২০০ টি চারা গাছ দেওয়া হয়। কয়েকশো দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজো মন্ডপ দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষেরা। পুজোয় আনন্দে মেতে উঠছে পানুহাট এলাকার মানুষেরা।

About Prabir Mondal

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *