সেখ সামসুদ্দিন, মেমারিঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নির্দেশ অনুযায়ী ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনা টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি পৃথক মিছিল করে। একই সঙ্গে বিধানসভায় আম্বেদকরের প্রতি তথা আদিবাসীদের অবমাননার প্রতিবাদেও ধিক্কার জানানো হচ্ছে। মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে শনিবার মেমারি পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে নবপল্লী মোড়ে এই মিছিল শেষ হয়। অপরদিকে ১০ নম্বর ওয়ার্ড অফিস থেকে তিনটি বুথের মানুষজনকে নিয়ে ওয়ার্ডের মধ্যে মিছিল সমগ্র ওয়ার্ড পরিক্রমা করে বলে জানান শহর সহ সভাপতি আশীষ ঘোষ দস্তিদার। তিনি আরও জানান, ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত অসুস্থ থাকায় তিনি উপস্থিত থাকতে না পারলেও তার নির্দেশেই এই মিছিল করা হয়েছে।
Tags district Politics west bengal
Check Also
বাঘ গুনতে সুন্দরবনে বসছে ১৪৪৪টি ক্যামেরা
টুডে নিউজ সার্ভিসঃ বাঘের সংখ্যা জানার জন্য আবার সুন্দরবনের জঙ্গলে বসতে চলেছে ক্যামেরা। প্রতিবছর শীতের …
Social