জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের মামুদপুর গ্রামবাসীর পরিচালনায় ও এলাকাবাসীর সহযোগিত মামুদপুর কাছারি মাঠে মামুদপুর সম্প্রীতি মিলন উৎসব নামে একটি মেলা , নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও সভাপতি মাধ্যমে ফিতে কেটে, নাচ, গান, সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় মামুদপুর সম্প্রীতি মিলন উৎসব মেলার শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ। সম্প্রীতি, মিলন উৎসব মেলার উদ্যোক্তারা জানান, গত বছর করোনার প্রভাবে মেলা বন্ধ থাকায় এই বছর আনন্দে উৎসাহের সঙ্গে আজ মেলা উদ্বোধন করা হলো। এই মেলাটি এবার ৫৩তম বছরে পদার্পণ করে। যা চলবে ৮ দিন ধরে।
এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, পিপলন অঞ্চলের প্রধান শেখ শরিফুউদ্দিন, শুশুনিয়া অঞ্চলের প্রধান পার্থ ঘোষ, পুটশুরী অঞ্চলের প্রধান শেখ মোস্তাক আহমেদ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জী, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি রাকিবুল শাহ, সহ মন্তেশ্বর এলাকার বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট মানুষজনেরা।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে সমিতির সহ-সভাপতি সহ বিশিষ্ট অতিথিরা বক্তৃতার মাধ্যমে মেলার তাৎপর্য তুলে ধরেন। মেলার প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক জানান, মেলায় ছোটোদের দ্বারা অঙ্কন প্রতিযোগিতা স্বচ্ছতার উপর সচেতনতার আলোচনা, বাংলা লোকসংস্কৃতি হারিয়ে যাওয়া রাত্রিতে বাউল গান সহ প্রত্যেকদিন আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮দিন ধরে এই মেলায় নানান সংস্কৃতি অনুষ্ঠান হবে। বাচ্চাদের নানান রকম অনেক খেলাধুলার দোকান , খাবারের দোকান বসেছে মেলা প্রাঙ্গণে। উদ্যোক্তারা আরও জানান এই মিলন উৎসব ও মেলায় লোকসমাগম হয় প্রচুর, মেলার এই আট দিন ধরে এলাকার বহু মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়।
