Breaking News

ফের লাইনচ্যুত ট্রেনের বগি, এবার দুর্ঘটনা অসমের বোকোতে

টুডে নিউজ সার্ভিসঃ ফের ট্রেন দুর্ঘটনা। বুধবার অসমের কামরূপ জেলার বোকোতে, কামাখ্যা-জোগিঘোপা রেলপথে লাইনচ্যুত হল পণ্যবাহী একটি ট্রেনের বেশ কয়েকটি বগি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে রেলের এক কর্মকর্তা জানিয়েছেন।  রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির প্রায় ২০টি বগি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আসানসোল থেকে ৫০টি বগিতে করে কামরূপ জেলার তেতেলিয়ায় কয়লা নিয়ে যাচ্ছিল মালগাড়িটি। দুর্ঘটনার পর ট্রেনটি প্রায় ২০০ মিটার দূরে সরে যায়। এই দুর্ঘটনার ফলে কামাখ্যা-নিউ বোঙ্গাইগাঁও শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি।খবর পেয়ে রেলওয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

এই দুর্ঘটনার জেরে রঙ্গিয়া-লুমডিং সেকশনে চারটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

About Burdwan Today

Check Also

দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *