বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ চিন্তামুক্ত পৌরসভা। তাই প্রয়াত দুই আবক্ষ মূর্তির গলায় মাল্যদান করে আগামী দিনে স্বচ্ছ পৌরসভা পরিচালনার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হলো গোটা পৌরসভার আধিকারিকরা। সম্প্রীতি গত ৭ জুন নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভায় হানা দিয়েছিল সিবিআই-এর প্রতিনিধি দল। এরপরে শুরু করে তদন্ত, খতিয়ে দেখে বিভিন্ন নথি, এছাড়াও বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় সিবিআই। গত ২৫ জুলাই শান্তিপুর পৌরসভায় চিঠি করে সিবিআই, পৌর আধিকারিকদের নিজাম প্যালেসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো বুধবার শান্তিপুর পৌরসভার দুই প্রতিনিধি বেরিয়ে পড়েন নিজাম প্যালেসের উদ্দেশ্যে, তারপরে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ করে পৌরসভার আধিকারিকদের।
এদিন পৌরসভার আধিকারিকরা জানিয়েছেন, তদন্তকারী প্রতিনিধিরা তাদের যা যা প্রশ্ন করেছিলেন তার সঠিক উত্তরে খুশি হয়েছে সিবিআই, এছাড়াও ক্লিন চিট ভাবে ফিরে আসেন তারা। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার প্রধান কর্মকর্তা উদয়ন মুখার্জি জানিয়েছেন, যে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা হয়েছিল সেই নিয়োগ শান্তিপুর পৌরসভায় করা হয়েছিল না, আর সেখানেই দুর্নীতি মুক্ত পৌরসভার ক্ষেত্রে অনেকটাই আশার আলো দেখেছিলেন তারা। যদিও এই তদন্তে অন্যান্য পৌরসভাকে ডেকে পাঠালেও শান্তিপুর পৌরসভার প্রতিনিধিদের আর নিজাম প্যালেসে যাওয়ার কারণ নেই বলে জানিয়েছেন প্রধানকর্তা উদয়ন মুখার্জি। আগামী দিনে স্বচ্ছ পৌরসভা পরিচালনার লক্ষ্যে প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান অজয় দে ও শশী খায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ অন্যান্য আধিকারিকরা।
Social