Breaking News

অত্যাধিক গরমে নাজেহাল! দফায় দফায় লোডশেডিং, বাড়ছে ক্ষোভ

 

টুডে নিউজ সার্ভিস, কাটোয়াঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার আশপাশের এলাকায় দফায় দাফাই লোডশেডিং যখন তখন চলে যাচ্ছে বিদুৎ এমত অবস্থায় নাজেহাল কাটোয়াবাসী। সকাল থেকে চলেছে তাপপ্রবাহ পাশাপাশি পাল্লা দিয়ে লোডশেডিং। শহরের একাধিক মানুষজনের অভিযোগ বামপন্থী আমলে লোডশেডিং ছিল স্থায়ী সমস্যা, সেই সমস্যার থেকে মুক্তি পেতে ২০১১ সালের সরকার বদল হয় তারপর লোডশেডিং থেকে মুক্তি পায় রাজ্যের মানুষ এবার  গরম পড়তেই শুরু হয়েছে শহরে লোডশেডিং। এমত অবস্থায় লোডশেডিং-এর কারণে মানুষ ঘুমাতে পারছে না শহরের এপাড়ায় বিদুৎ আছে তো ঐ পাড়ায় বিদুৎ নেই। আবারও এপাড়ায় আছে তো ওই পাড়ায় নাই এই অবস্থা  শুরু হয়েছে কাটোয়া শহরে।

একেই  তীব্র ডাবদাহ চলেছে তারপর বিদ্যুতের পরিষেবা ঠিকমতো না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ দফায় দফায় লোডশেডিং-এর কারণে। 

বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যায়, তীব্র দাবদাহের জন্য ট্রান্সফরমার বিকল হয়ে যাচ্ছে কোথাও আবার গরম হয়ে যাওয়ার কারণে ঠান্ডা করার জন্য সময় দিতে হচ্ছে। অপরদিকে, স্টেশন বাজারের বাসিন্দা সোমনাথ মুখার্জি বলেন, অতিরিক্ত লোডের জন্য বিদ্যুতের বেহাল অবস্থা গতকাল রাতে প্রায় ৪-৫ ঘন্টা বিদ্যুৎ ছিল না অন্ধকারে ঢুবে গেছিল কাটোয়া শহর। অপর এক ৭৯ বছর বয়সী কাটোয়া তাঁতীপাড়ার  বাসিন্দা আনন্দময় ঘোষ বলেন, কাল সারারাত ঘুমাতে পারিনি আমার বয়স হয়েছে বিদ্যুৎ না থাকার জন্য ছটফট করেছি সারারাত ধরে। 

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *