টুডে নিউজ সার্ভিসঃ ফের বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছুঁড়ে হামলা, ভাঙলো বন্দে ভারত এক্সপ্রেসের জানালা। সি৪ বগিতে এই ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। অল্পের জন্য রক্ষা পায় অসিত দাস নামে এক যাত্রী। হাওড়া থেকে ছাড়ার পর সকাল ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা যায়, বিহার রাজ্যের পাকুড় স্টেশন পার হয়ে এই ঘটনা ঘটে।
Check Also
বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …