সেখ সামসুদ্দিন, মেমারিঃ নবী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার মেমারি শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এদিন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মেমারি কৃষ্ণবাজার কলেজ রোড থেকে এই র্যালি বাজার, রেলগেট, সোনাপট্টি, হাসপাতাল মোড়, মায়েরকোল পাড়া, বামুনপাড়া মোড়, নিউ মার্কেট, স্টেশন বাজার হয়ে কৃষ্ণবাজারে শেষ হয়। উৎসব কমিটির পক্ষ থেকে মিছিল শেষে মিলাদ ও দোয়া মজলিসের আয়োজন করা হয়।
Tags district west bengal
Check Also
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মরণ সভা
পাপু লোহার, পানাগড়ঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মরণ সভার পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ …
Social