পাপু লোহার, দুর্গাপুরঃ দুর্গাপুরে শ্রমিক নগরে মঙ্গলবার সকালে এক ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে এলাকার কিছুজনের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করলেও, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখায় এলাকায়।
বুধবার বিকেলে মৃতের বাড়ির এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের শাস্তির দাবিতে এক মিছিল বার করেন বামপন্থীরা। স্থানীয় তৃণমূল পুরপিতার বাড়ির ও তৃণমূল কার্যালয়ের সামনে এ ধরনের নৃশংস ঘটনার প্রতিবাদ জানান তারা। যদিও রাজনৈতিক খুনের ঘটনার রং দিতে চান না কোনও দলই। তবুও এই খুনের ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক উত্তাপের পারদ বাড়ছে ধীরে ধীরে। বামেদের মিছিল তারই ইঙ্গিত দিল।