জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ রবিবার ছিল ঈদ। করোনা মহামারীর পরে এইবছর আবারও মন্তেশ্বর ব্লক জুড়ে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আযহার নামাজ পাঠ। বাকি বছরগুলির মত এই বছরও মন্তেশ্বর গ্রামের জুম্মা মসজিদের পালন করা হল ঈদ।
প্রচুর মানুষের ভিড় করে নামাজ পড়ার জন্য। এই দিনে ধনী গরিব ছোট বড় সবকিছু ভুলে গিয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাইকে একসঙ্গে নামাজ পড়তে দেখা যায়। পাশাপাশি যাতে কোনোরকম আপতকালীন পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেও নজর ছিল পুলিশ প্রশাসনের।
এদিন নামাজ পাঠের পর নাসিরুল মল্লিক, রফিক মল্লিক ও মহরম মণ্ডল, নাজির শেখ রা জানান, “দেশের সুখ, শান্তি কামনার উদ্দেশ্যেই নামাজ পড়া।” এই ঈদকে কেন্দ্র করে একেবারে নিরাপদ বলয় তৈরি করা হয়। এদিন উপস্থিত ছিলেন মন্তেশ্বর জুম্মা মসজিদের ইমাম আসাদুল্লাহ শেখ সহ অনেক ধর্ম ধর্মপ্রাণ মানুষজন।
Social