টুডে নিউজ সার্ভিস, আরামবাগঃ মঙ্গলবার পবিত্র ঈদ। বৃষ্টিকে উপেক্ষা করেই ঈদের নামাজ আদায় করলেন আরামবাগবাসি। আরামবাগ শহরের বিভিন্ন ঈদগাহ থেকে শুরু করে মসজিদগুলি সেজে উঠেছে ঈদ উপলক্ষে। সকাল থেকেই সেই ছবি দেখা গেল আরামবাগ শহরের বিভিন্ন মসজিদ গুলিতে। ঈদ উপলক্ষে সকাল থেকেই দেখা গেল আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মসজিদ থেকে শুরু করে ঈদগাহে চারপাশ ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নামাজ পাঠর আগে। ঈদের নামাজ ঈদগাহে শুরু হয় সকাল সাড়ে সাতটায় এবং আরামবাগ মিয়াপাড়ার বড় মসজিদে ঈদ উপলক্ষে নামাজ পাঠ শুরু হয় সকাল আটটা থেকে।
পবিত্র ঈদ উপলক্ষে হুগলির আরামবাগের পুলিশ প্রশাসন বিভিন্ন মসজিদে গিয়ে ইমাম সাহেবদের হাতে একটি করে ফুলের স্তবকের পাশাপাশি কিছু উপহার সামগ্রী তুলে দিতে দেখা গেল। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মীরা। এর পাশাপাশি মসজিদের ইমামদের পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেল আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। ঈদ উপলক্ষে ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরীর বাড়িতে মিষ্টিমুখ করতে দেখা গেল পৌরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানকে।
Social