টুডে নিউজ সার্ভিসঃ শেষ ২৪ দিনের লড়াই, প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান তথা বিশিষ্ট ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায়। ময়দানে যিনি বদ্রু নামেই পরিচিত ছিলেন। শুক্রবার রাত ২টো ১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। করোনা আক্রান্ত হওয়ায় গত ২৭ জুলাই বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় বদ্রুকে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত কয়েক দিনে অবস্থার আরও অবনতি হয়েছিল তাঁর। ভেন্টিলেশনে রাখা হয়েছিল বদ্রুকে। ২৪ দিনের লড়াইয়ের পরে প্রয়াত হলেন তিনি।
১৯৫২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সাত বছর মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন বদ্রু। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এই প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকের আবহ ক্রীড়া মহলে।