টুডে নিউজ সার্ভিসঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ জলসীমানায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এখন থেকে জলসীমানায় ২৪ ঘন্টা টহল দেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট।ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে বিশেষ এই হোভারক্রাফ্ট। এদিন থেকেই উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা হোভারক্রাফ্টে চেপে ভারত-বাংলাদেশ জলসীমানায় টহলদারি শুরু করেছেন। বাংলাদেশসীমান্ত বরাবর ডাঙাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
Tags Bangladesh district west bengal
Check Also
চাকরি দেওয়ার নামে দলের নেতার কাছেই প্রতারণার শিকার, সব হারিয়ে আত্মঘাতী তৃণমূল নেতা
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ হাতে তিন চারটে চাকরি রয়েছে। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের …
Social