পাপু লোহার, দুর্গাপুরঃ তৃণমূলের শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে যদি কেউ অনৈতিক কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা হলদিয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে ভালো না হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে দুর্গাপুরে এসে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দুর্গাপুরে ডিএসপি পিপলস কো-অপারেটিভ ব্যাংক এসোসিয়েশন-এর কমিটি গঠন করা হয়। এদিন অনুষ্ঠান মঞ্চে কো-অপারেটিভের ২৫ জন কর্মচারী তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করেন। এদিন রাজ্য সভাপতির হাত ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক সহ জেলা নেতৃত্ব।
এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যদি কেউ তৃণমূলের শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করে তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। শ্রমিকদের সমস্যার কথা জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেই হেল্পলাইন নম্বর অভিযোগ জানানো হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন ডিএসপি পিপলস কো-অপারেটিভ ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও তিনি সমস্ত শ্রমিক সংগঠনের কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের সকল কর্মীদের একটা ছাতার তলায় আসতে হবে এবং সকলকে অনুশাসনের মধ্যে থাকতে হবে।