দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে থেকে শুরু টিকার তৃতীয় ডোজ। বাঁকুড়া জেলাতেও শুরু হল করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার কাজ। সোমবার সকাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে এই তৃতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়। সকাল থেকেই তৃতীয় ডোজ নিতে প্রথম সারির কোভিড যোদ্ধা ও প্রবীণ নাগরিকদের লম্বা লাইন চোখে পড়ে হাসপাতালে। কঠোর ভাবে কোভিড বিধি মেনে একে একে টিকা প্রাপকদের দোতলায় নিয়ে গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হয়।
করোনার বাড়বাড়ন্তে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার মানুষের মধ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল উদ্বেগ। করোনার তৃতীয় ডোজ দেওয়া শুরু হওয়ায় একদিকে যেমন বহু মানুষের সেই উদ্বেগ যেমন কাটল তেমনই একাংশের মানুষ দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হওয়ায় তৃতীয় ডোজেও তেমন ভরসা রাখতে পারছেন না।
Social