টুডে নিউজ সার্ভিস, খড়দহঃ রেল লাইনের পাশে জঙ্গল থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সোদপুর শতদল পল্লী ৮ নম্বর রেলগেট এলাকায়। এলাকার মানুষজন প্রথমে দেখতে পান জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ, যুবকের মাথায় ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে।
খবর দেওয়া হয় খড়দহ থানা ও রেল পুলিশকে। মৃতদেহ কে উদ্ধার করবে খরদহ থানা নাকি রেল পুলিশ এই টানাপোড়েনে দীর্ঘ ৭ ঘন্টা পড়ে রইল জঙ্গলের মধ্যে যুবকের মৃতদেহ। রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। যুবককে কেউ খুন করে এই জঙ্গলে ফেলে রেখে গেছে নাকি চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
Social