টুডে নিউজ সার্ভিস, কালনাঃ আলু পেঁয়াজের মতো গতানুগতিক চাষ ছেড়ে বিকল্প চাষ হিসাবে শসা চাষ করে লাভের মুখ দেখছেন কালনার ধর্মডাঙা, হিজুলি এলাকার চাষিরা। গতানুগতিক আলু পেঁয়াজ চাষ করে এক বছর লাভ হলেও পরপর ২-৩ বছর লসের মুখ দেখতে হয় চাষিদের। গত ২ বছর লকডাউনের সেইভাবে কোনো ফসলেই ঠিকমতো দাম পাননি চাষীরা, আর এ বছর আলু চাষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক চাষীকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর তাই এই এলাকার চাষিরা শেষ মুহূর্তে শসা লাগিয়েছিলেন, ফলন হতে শুরু হতেই দামও ভালো পাচ্ছেন তাঁরা। কেজি প্রতি বর্তমানে ১৫ থেকে ১৮ টাকার মধ্যে শসার দাম। প্রতিদিন পঞ্চাশ থেকে এক কুইন্টালের মধ্যে শসা তুলছেন এই এলাকার চাষিরা। ভালো দাম পেয়ে লাভের মুখ দেখছেন কালনার চাষিরা।
এ বিষয়ে কালনা মহকুমার সহ কৃষি অধিকর্তা ডঃ পার্থ ঘোষ তিনি জানান, একই জমিতে একই ফসল বারবার চাষ না করে শস্য পরিবর্তন করা উচিত চাষিদের। আমরা তার জন্য বারবারই তাদের অনুরোধ করি। এই মুহূর্তে বহু মানুষই স্বাস্থ্য সচেতনতার কারণে ফল খাওয়ার অভ্যাস করেছেন, আর তাই শসা ফলজাত দ্রব্য হিসেবে বাজারে তার একটি চাহিদা রয়েছে, আর তাই বিকল্প চাষ হিসেবে শসা চাষ করে লাভের মুখ দেখছেন তারা।