জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আসন্ন মহরম ও ঝুলন যাত্রা উৎসব নিয়ে মন্তেশ্বর ব্লক প্রশাসন ও মন্তেশ্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানা পুলিশ আধিকারিক কুণাল বিশ্বাস, কালনা এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, কালনা সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাস, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, মহরম কমিটি ও ঝুলন কমিটি প্রতিনিধিরা।
বিডিও গোবিন্দ দাস জানান, কোভিড স্বাস্থ্যবিধি ও সরকারি বিভিন্ন নির্দেশাবলি মেনে শান্তিপূর্ণভাবে মহরম ও ঝুলন উৎসব পালনের জন্য কমিটি গুলিকে বলা হয়েছে।
Social