Breaking News

পণ্ডিতপুরে মহাসমারোহে উদযাপিত হল “রাস উৎসব”

মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বড়, বাৎসরিক উৎসব। রাস মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব।সারাদেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে মঙ্গলবার ৮ নভেম্বর মহাসমারোহে রাস উৎসব উদযাপিত হয়।

 ৮১ বছর পূর্বে ১৩৪৮ বঙ্গাব্দে এই গ্রামে প্রথম রাস উৎসবের সূচনা হয়। এদিন সকাল থেকেই উমা-গোঁসাই মন্দিরে চলে নাম সংকীর্তন। ভক্ত পুণ্যার্থীদের জন্য দুপুরে  অনুষ্ঠিত হয় মহোৎসব।

 পণ্ডিতপুর, হালসোত, রূপশিমূল, দৌলতপুর সন্নিহিত এইসব গ্রামগুলি ছাড়াও ভিন এলাকার বহু ভক্ত অনুরাগীরা দুপুরে খিঁচুড়ি প্রসাদ গ্রহণ করেন। 

About Burdwan Today

Check Also

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মরণ সভা

পাপু লোহার, পানাগড়ঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মরণ সভার পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *