বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে গ্যাস সিলিন্ডারে আগুন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে গোটা পরিবার ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর কর্মীরা। জানা যায় শুক্রবার সকাল নাগাদ শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের বক্তারঘাট এলাকার বাসিন্দা অমল চৌধুরীর বাড়িতে রান্নাঘরে রান্না করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে যায় এরপর আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে। আগুনের শিখা ছড়িয়ে পড়ায় রান্নাঘরে আগুন লেগে যায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। ফোন করা হয় শান্তিপুর দমকল অফিসে, ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কর্মীরা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন লেগে যাওয়া গ্যাস সিলিন্ডার নিভিয়ে পাশের একটি জলাশয় জায়গাতে ফেলে দেয়। যদিও দমকল বাহিনীর কর্মীরা জানান সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, কিন্তু কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।
Check Also
বাঁকার মধ্যে অনেকে ঘর বাড়ি করে বসে যাচ্ছে, ভাবছে যেহেতু কেউ কিছু বলার নেই : খোকন দাস
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ “ইতিমধ্যে বাঁকার মধ্যেও অনেকেই বাড়ি ঘর করে ফেলেছে, যেহেতু কেউ কিছু …