সুপ্রিয় পরামানিক, আসানসোলঃ মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সব চেয়ে বড় উৎসব কুরবানী, ঈদ, বকরীদ বা ঈদ উল আযহা বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। বুধবার দেশের সব রাজ্যের সাথে সাথে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে এই উৎসব। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পালিত হচ্ছে ঈদ উল আযহা।
জেলার সংখ্যালঘুর নেতা তথা আসানসোল পৌর নিগমের প্রশাসক সদস্য মীর হাসিম বুধবারে কুরবানী উৎসবের উপলক্ষ্যে নিয়ামতপুরে এলাকাবাসীদের সঙ্গে ঈদ মিলন করে আসানসোলবাসিকে রাজ্য সরকারের গাইড লাইন পালন করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উৎসব পালনের বার্তা দিলেন।