সুপ্রিয় পরামানিক, পশ্চিম বর্ধমানঃ সাংসদ বাবুল সুপ্রিয়ের দত্তক নেওয়া গ্রাম সিদাবাড়ি,আর বাবুল সুপ্রিয়ের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার কথা সামনে আসায় হতাশ হয়েছে পড়েছে গ্রামবাসীরা। এদিন গ্রামের মানুষজন মাথা ন্যাড়া করে শোক প্রকাশ করেন। গ্রামবাসীর বক্তব্য সাংসদ থাকা কালীন এই গ্রামে কটি সোলার লাইট, রাস্তা ও সাবমার্সেল পাম্প ছাড়া কিছুই উন্নয়ন তিনি করেনি। এবার তাও হবে না, রাজনীতির শিকার হয়েছেন তারা এমনি দাবি করেন গ্রামের মানুষজন। তাছাড়া অনেক গ্রামবাসীরা বলেন, এই গ্রামে এসে অনেক কিছু উন্নয়ন করার দাবি করেছিলেন। বাবুল বাবু বলে ছিলেন, এই গ্রামে হাসপাতাল হবে হবে বড় বিদ্যালয় হবে কিন্তু ২বার তিনি সাংসদ হলেও কিছুই করেনি আর করবেও না। আমাদের মতে এই সিদ্ধান্ত ওনার আগে নেওয়া উচিত ছিল।
সকালে সিদাবাড়ি গ্রামের বাসিন্দা অমর মণ্ডল এবং বিনোদ দাস নিজের মাথা ন্যাড়া করেন এবং তারা জানান এই গ্রামকে বাবুল বাবু দত্তক নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজও পূরণ করেনি তাও আমাদের আশা ছিলো হয়তো এবার তিনি গ্রামে বিদ্যালয় এবং একটি বড় হাসপাতালটি গঠন করবেন কিন্তু তা আর হবে না। তিনি তো বাবা হিসাবে গ্রামকে দত্তক নিয়েছিলেন তাই উনি চলে যাওয়াতে গ্রামকে অনাথ করে দিলেন তাই আজ আমরা মাথা ন্যাড়া হয়ে শোক প্রকাশ করলাম।
Social