তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ বিজ্ঞানের আধুনিকতার টানে প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার কর্মকার হস্তশিল্পের চাহিদা। একি বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে সংশয় রয়েছে, বিজ্ঞানের অত্যাধুনিক আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার কর্মকারদের হস্তশিল্পের চাহিদা। রান্নার মসলা বাটার শীলকে কোটানোর চাহিদা একসময় ছিল অপরিসীম গ্রাম বাংলার মা-বোনেদের কাছে অপরিসীম। বর্তমানে বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়ায় শীল নেই পরিবর্তে এসেছে অত্যাধুনিক বৈজ্ঞানিক গ্যাজেট যার জন্য কর্মকারের হস্তশিল্পের কদর এখন আর তেমন নেই। বর্তমানে ছুরি, কাঁচি ও বোটি ধার দেওয়ার হিড়িক অনেকটাই কমে এসেছে যার জন্য জীবিকায় টান পড়েছে কামার ব্যবসায়ীদের বাধ্য হয়ে তারা নতুন কোন জীবিকার সঙ্গে যুক্ত হচ্ছে,হারিয়ে যাচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ও বাংলার ঐতিহ্য হস্তশিল্প।
এরকমই এক কামার শিল্পী সুদূর বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদে ফেরি করতে আসা রাখল কর্মকার জানাচ্ছেন তাদের দিকে যদি সরকার একটু নজর দেয় তাহলে তারা উপকৃত হবে না হলে তারা বাধ্য হয়ে পেটের টানে জীবিকা পরিবর্তনের দিকে ঝুঁকবে।
Social