দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ কোভিড বিধি শিকেয় তুলে চললো ইন্দাস হাসপাতালে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজের দেওয়ার পর ৮৪ দিন সম্পূর্ণ হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের শনিবার কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হলো আর যাদের বয়স ৬৫ বছরের উর্ধ্বে তাদের প্রথম ডোজ। এছাড়াও এদিন হকার, পরিবহন কর্মী ও সংবাদিকদের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়।
এদিন ভ্যাকসিন নেবার জন্যে দীর্ঘ লাইন ছিল চোখে পরার মতো। একদিকে সামাজিক দূরত্ব না মেনে কোভিড ভেকসিন দেওয়া হচ্ছে এই ব্যাপারে ইন্দাস হাসপাতালে বিওএমএইচ সাংবাদিকদের ক্যামেরা সামনে আসতে চাইনি।আগেও তার সাথে যোগাযোগ করা হয়েছিল তখনও তিনি আসতে চাইনি। এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে।