নিখিল কর্মকার, নদীয়াঃ যাত্রীবোঝাই বাস এবং টেকারের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ৩। ঘটনাটি ঘটেছে নদীয়া চাকদহ থানা এলাকায়। সূত্রের খবর নদীয়া চাকদহ ৩৪ নম্বর জাতীয় সড়কে পাশে একটি ১০ চাকার লরি দাঁড়িয়েছিল। একটি যাত্রীবোঝাই বাস এবং একটি যাত্রীবোঝাই টেকার পাশাপাশি আসছিল। বেপরোয়াভাবে গাড়ি চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে ওই দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে। পরে যাত্রীবোঝাই একটি বাস এসে ওই টেকার এবং লরিতে ধাক্কা মারে।ঘটনার জেরে যাত্রীদের সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও তিনজন গুরুতর আহত হয়েছেন।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যদিও ঘটনার পর দুই গাড়ির চালক এবং খালাসী পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। কি কারণে এমন ঘটনা তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি এই ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশের তৎপরতায় পরবর্তীকালে ওই গাড়ি গুলি থানায় নিয়ে যায়।
Check Also
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরাক্রম দিবস, পরীক্ষা পে চর্চা ও কুইজ প্রতিযোগিতা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পরাক্রম দিবস, পরীক্ষা পে …
Social