ঝিলিক দাস, বীরভূমঃ মানুষ যাতে অনাহারে না থাকেন তার জন্য মা ক্যান্টিন প্রকল্প শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভোটের আগে কলকাতা সহ বিভিন্ন জেলায় এই ‘মা ক্যান্টিন’ প্রকল্প শুরু হয়ে গিয়েছিল। বীরভূমের সিউড়িতেও ভোটের আগেই এই প্রকল্প শুরু হয়। এরপর বোলপুর এবং রামপুরহাটেও মা ক্যান্টিন চালু হয়। মূলত ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, তরকারি, ডিম দেওয়া হয় এই ক্যান্টিনে। এবার বীরভূমের সাঁইথিয়াতেও এই প্রকল্পের সূচনা হলো। এই প্রকল্পের ফলে শহর এবং গ্রামীণ এলাকায় দুস্থ মানুষেরা পেটপুরে খাবার পাবেন। বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়া পৌরসভায় চালু হলো এই প্রকল্প।
এদিন এই প্রকল্পের শুভ সূচনা করলেন সাঁইথিয়া পৌরসভার পৌর প্রশাসক বিপ্লব দত্ত এবং সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতি সাহা এছাড়া উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিশিষ্টজনেরা।
Social