টুডে নিউজ সার্ভিসঃ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট তাদের বিয়ে ঘিরে গত কয়েকদিনে জোর চর্চা। সাজ পোশাক, তারকাদের উপস্থিতি, খাবারের মেনু সব নিয়ে আলোচনা বিস্তর। তবে এসবের মাঝে জানা গেল, হাই প্রোফাইল বিয়েতে আমন্ত্রণ ছাড়াই নাকি জোর করে ঢুকে পড়েছিলেন, আর তাতেই গ্রেফতার ২।
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির পরিচয়ও। একজন হলেন বছর ২৬-এর ইউটিউবার ভেঙ্কটেশ নরশিয়া আল্লুরি এবং অপরজন হলেন ২৮ বছর বয়সের ব্যবসায়ী পরিচয় দেওয়া লুকমান মহম্মদ শাফি শেখ। তারকা খচিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন তারা। আর সেই কারণেই অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বই যাওয়া। মুম্বই পুলিশ তাদের গ্রেফতার করে। পৃথক মামলা দায়ের করা হয় দু’ জনের বিরুদ্ধে।
Social