Breaking News

ফের তালাবদ্ধ ঘরে চুরি, পাণ্ডবেশ্বর এলাকায় আতঙ্ক

 

সুপ্রিয় পরামানিক, পাণ্ডবেশ্বরঃ ফের রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি পাণ্ডবেশ্বরে। পরিবার সূত্রে জানা যায়, চুরি গেল প্রায় কুড়ি ভরি সোনার গহনা ও নগদ আড়াই লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর থানার অন্তর্গত আলীনগর গ্রামের। চুরি গিয়েছে আলিনগরের বাসিন্দা সুভাষ ঘোষের বাড়িতে। চুরির ঘটনায় ভেঙে পড়েছেন সুভাষবাবু বক্তব্য দেওয়ার মতো অবস্থায় ছিলেন না তাই, সুভাষ বাবুর ভাইপো কাঞ্চন ঘোষ জানান “গতকাল কাকু বাড়িতে ছিলেন না।  তিনি তার মেয়ের বাড়ি দুর্গাপুর গিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে  চুরি করেছে সর্বস্ব। সকালে সুভাষবাবু তার মেয়ের বাড়ি থেকে ফিরে এসে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা, ভেতরে সবকিছু লন্ডভন্ড ।

 খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান  পাণ্ডবেশ্বর  থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনার  তদন্ত শুরু করেছে   পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তালাবদ্ধ ঘরে এভাবে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

 

About Burdwan Today

Check Also

খাস কলকাতায় বিস্ফোরণ

টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *