রাহুল রায়, কাটোয়াঃ প্রাক্তণ কংগ্রেসের নেতা স্বর্গীয় গদাধর চৌধুরী-র স্মরণসভা অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী হাইস্কুলে। এই স্মরণসভা উপলক্ষে রক্তদান শিবিরে করা করা এবং ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। সেই সংগৃহীত রক্ত কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়।
এদিনের এই শিবিরের আয়োজন করেন শ্রীবাটীগ্ৰামের ২৭৪ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের কর্মী নির্মল রায় সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ছিলেন কাটোয়া-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া-২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান টুম্পা গড়াই, শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্যা সহ অন্যান্যরা।
Social