টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগণাঃ উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর থানার দিগবেরিয়া পঞ্চায়েতের চাঁদপুর অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়ে এ মাসের ১ তারিখ থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়, অভিযোগ গ্রামবাসীদের এক কিলো চাল এক কিলো কম কম দেয়া হচ্ছে। এ নিয়ে সরব হয় গ্রামবাসীরা শুক্রবার ফের একবার যখন দুয়ারে রেশন প্রকল্প শুরু হয় ওই জায়গাতেই গ্রামবাসীরা স্থানীয় ডিলারকে আটকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন নাজমুল হোসেন নামে এক ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডিলার একাধিক সময় মালকম দিয়ে থাকে গ্রামবাসীদের এছাড়া এর আগে ৪০০ গ্রামবাসীকে মাল না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা।
যদিও ডিলার জানায় মালকম পাওয়ার জন্যই কম কম করে মাল দিচ্ছেন তিনি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।