বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকারের পক্ষ থেকে কৃষি আইন বিল পাশ করা হয়। সেই বিলের প্রতিবাদে দীর্ঘদিনের লড়াই আজও জারি সারা দেশজুড়ে। আজ সারা দেশের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর রেল স্টেশন এর উপরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন সর্বভারতীয় কৃষক সভা, সি আই টি ইউ, ক্ষেতমজুর সংগঠন, সংযুক্ত কৃষক মোর্চা একত্রিত হয়ে এই অবরোধ বিক্ষোভে শামিল হয়। এদিন দীর্ঘক্ষন রেল পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
সংগঠনের সদস্যরা এদিন দেশের প্রধানমন্ত্রীর নীতি নিয়ে আক্রমণ আনেন। তারা জানান, দেশের প্রধানমন্ত্রীর কোনো সময় নেই দেশের মানুষের মুখে যারা অন্ন তুলে দেয় তাদেরকে নিয়ে ভাববার। তিনি সময় পারছেন আমেরিকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে। প্রধানমন্ত্রীর এই উদাসীনতার কারণেই আজ ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষকরা। এই সর্বনাশা কৃষি বিল আজ ভারতবর্ষের মেরুদন্ড কৃষকদের ক্ষতি সাধন করছে। স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে দেশের কৃষকদের। যতদিন না এই বিল প্রত্যাহার করবে সরকার আমরা আন্দোলনের পথে হাঁটবো। গোটা ভারতবর্ষ দেশটাই কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর ক্ষতি হলে বা কৃষকদের স্বাধীনতা কেড়ে নিলে আগামী দিন দেশের উন্নয়ন থমকে যাবে, তা আমরা কখনই মানবো না। কৃষি বিল প্রত্যাহার না করলে এই আন্দোলন আমরা চালিয়ে যাব।