টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আজিরবাগান এলাকায় ১৬ বছরের এক নাবালক রশন সাউ হঠাৎ করেই গত তিনদিন আগে সকাল ৯ টার সময় কাজে বেরোনোর পরেই আর বাড়ি ফিরে আসেনি। স্থানীয় সূত্রে জানা যায়, শহরেরই এক রাইসমিলে শ্রমীকের কাজ করতো সে। প্রতিদিনের মতো সেদিনও সাইকেল নিয়ে কাজে বেরোয় সে, তারপরেই আর বাড়ি ফেরেনি সে। তার পরনে ছিলো গোলাপি চেক জামা আর ব্লু জিন্স প্যান্ট। এই নিয়ে বর্ধমান সদর থানায় জানানো হয় বলে জানান পরিবারের লোকেরা। এখনও পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া মেলেনি।
Social